রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ | প্রবাস বুলেটিন

বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক দুপুর ১টায় অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এছাড়া, জাতিসংঘ মহাসচিব জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন। এতে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ আরও অনেকে।

এ সফরে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসেন। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং বাংলাদেশ সরকারের মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন।

এর আগে, গুলশানে জাতিসংঘের নতুন ভবন ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন আন্তোনিও গুতেরেস। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিকালে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

 

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version