মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জার্মানিতে তিন বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করতে যাচ্ছে সদ্য গঠিত সিডিইউ/সিএসইউ ও এসপিডি জোট সরকার। নির্বাচনের পর সমঝোতার ভিত্তিতে গঠিত এ জোট তাদের সরকার গঠনের চুক্তিপত্রে নাগরিকত্ব আইনে পূর্ববর্তী সংস্কার বাতিলের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকার চালু করা ‘তিন বছরে নাগরিকত্ব’ নিয়ম অনুযায়ী, যারা সি১ লেভেলের ভাষা দক্ষতা অর্জন করতেন এবং সমাজে একীভূত হওয়ার প্রমাণ দিতে পারতেন, তারা নাগরিকত্বের আবেদন করতে পারতেন।

দীর্ঘদিন ধরে এই নিয়মের বিরোধিতা করে আসছিল সিডিইউ/সিএসইউ, তাদের মতে এভাবে দ্রুত নাগরিকত্ব দেওয়া অনুচিত। নতুন সরকারের অধীনে তিন বছরের নিয়মটি বাতিল হলেও পাঁচ বছর বসবাসের পর নাগরিকত্ব পাওয়ার বিদ্যমান নিয়মটি বহাল থাকছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্ব রাখার সুবিধাও বহাল থাকবে। নির্বাচনের সময় সিডিইউ/সিএসইউ যেসব দ্বৈত নাগরিক সন্ত্রাসবাদ, ইহুদিবিদ্বেষ বা চরমপন্থায় যুক্ত—তাদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব দিয়েছিল, তবে সেটি বাস্তবায়ন করা হচ্ছে না। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই পরিবর্তনগুলো অভিবাসন নীতিকে আরও কঠোর ও নিয়ন্ত্রিত পথে পরিচালিত করবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version