মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক | ২০ এপ্রিল ২০২৫, রোববার

ছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন রোববার (আজ) সারাদেশের জেলাগুলোতে একযোগে সমাবেশের ঘোষণা দিয়েছে।

ঢাকায় সকাল ১১টায় আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন নতুন রাস্তায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেইট থেকে একটি মিছিল বের করার কথা রয়েছে।

সমাবেশের ঘোষণা ও পূর্বের কর্মসূচি
শনিবার রাতে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাশফিক ইসলাম দেওয়ান জানান, “রোববার জেলায় জেলায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হলেও এখন একে আমরা ‘সমাবেশ’ বলছি। পরবর্তীতে সারাদেশব্যাপী কর্মসূচি ঘোষণার সময় ‘মহাসমাবেশ’ পালন করা হবে।”

এর আগে শনিবার দুপুরে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে তারা ইনস্টিটিউটের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন। এ কর্মসূচিকে শিক্ষার্থীরা ‘রাইজ ইন রেড’ নামে আখ্যায়িত করেন। মানববন্ধনে তাঁরা বলেন, “মামা থেকে মাস্টার, মামা বাড়ির আবদার”, “ডুয়েট যদি একটা হয়, ডিপ্লোমারা যাবে কই?”, “কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই”, “কারিগরিতে নন-টেক, চলবে না চলবে না”—এমন বিভিন্ন স্লোগান দেন।

পূর্বে শুক্রবার মাথায় কাফনের কাপড় বেঁধে ‘গণমিছিল’ এবং বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে ‘মশাল মিছিল’ অনুষ্ঠিত হয়। এছাড়া, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেন।

ছয় দফা দাবিসমূহ
১. ক্রাফট ইন্সট্রাকটর সংক্রান্ত বিতর্কিত নিয়োগ: জুনিয়র ইন্সট্রাকটর পদে প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, বিতর্কিত ২০২১ সালের নিয়োগবিধি বাতিল এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুতির দাবি।
২. চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স অব্যাহত রাখা এবং বিশ্বমানের সিলেবাস প্রণয়ন।
৩. উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমাধারীদের একচেটিয়া অধিকার এবং প্রাইভেট সেক্টরে ন্যূনতম বেতন ১৬০০০ টাকা নির্ধারণ।
৪. কারিগরি শিক্ষা প্রশাসনে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডধারীদের নিয়োগ নিশ্চিত করা।
৫. বিতর্কিত নিয়োগ বিধিমালার সংশোধন ও শূন্য পদে দক্ষ শিক্ষক এবং ল্যাব সহকারী নিয়োগ।
৬. উচ্চশিক্ষার জন্য একটি স্বতন্ত্র কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং চারটি প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ।

চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশের কারিগরি শিক্ষায় বড় ধরনের সংস্কার দাবি উঠছে। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরেই তাঁদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। এ দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলনের পরিধি আরও বাড়তে পারে বলে তারা সতর্ক করে দিয়েছেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version