মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনা, ২৫ এপ্রিল ২০২৫:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও সহউপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই কর্মকর্তাকে তাঁদের মূল কর্মস্থল বিভাগে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সচল রাখতে শিগগিরই সার্চ কমিটি গঠন করে নতুন উপাচার্য ও সহউপাচার্য নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রসংগঠনের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরদিন আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। সিন্ডিকেট সভায় ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং ২৫ ফেব্রুয়ারি কুয়েটের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

পরবর্তীতে, ১৩ এপ্রিল শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনের এক পর্যায়ে ১৮ ফেব্রুয়ারির ঘটনার জেরে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করে প্রশাসন। এতে আন্দোলন আরও বেগবান হয় এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে সংহতি প্রকাশ করেন। প্রধান দাবি ছিল, উপাচার্য ও সহউপাচার্যের অপসারণ।

তীব্র আন্দোলনের মুখে সরকার অবশেষে এই দুটি পদে রদবদল আনল, যা শিক্ষার্থীদের দাবির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কুয়েটে চলমান অচলাবস্থার নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version