শুক্রবার, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক, প্রবাস বুলেটিন | ঢাকা, ২ জুলাই ২০২৫:

জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৬৪ টাকা, যা পূর্বের দাম ১,৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কম।

এর আগে সর্বশেষ গত ২ জুন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

কমেছে অটোগ্যাসের দামও

একইসঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করেছে বিইআরসি। জুলাই মাসে প্রতি লিটার অটোগ্যাসের (ভ্যাটসহ) খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা, যা আগের চেয়ে ১ টাকা ৮৪ পয়সা কম।

গত ২ জুন বিইআরসি প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছিল।

সৌদি সিপির ভিত্তিতে মূল্য নির্ধারণ

বিইআরসি জানায়, জুলাই মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী প্রোপেনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭৫ মার্কিন ডলার এবং বিউটেনের মূল্য ৫৪৫ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন। ৩৫:৬৫ অনুপাতে প্রোপেন ও বিউটেনের গড় মূল্য নির্ধারণ করা হয় ৫৫৫.৫০ ডলার প্রতি মেট্রিক টন। এই গড় মূল্য অনুযায়ী জুলাই মাসের জন্য বেসরকারি খাতে বিক্রিত এলপিজি ও অটোগ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

মূল্য পরিবর্তনের ধারাবাহিকতা

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৭ দফা বাড়ানো এবং ৪ দফা কমানো হয়েছিল। দাম বাড়ানো হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। আর দাম কমানো হয় এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।


সংবাদের শেষে নোট:
বিইআরসি ঘোষিত নতুন এই দাম শুধুমাত্র বেসরকারি খাতের এলপিজি ও অটোগ্যাসের জন্য প্রযোজ্য। সরকারি উৎপাদনকারী সংস্থা এলপিজি ব্যবহারকারীদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য নয়।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version