বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক, প্রবাস বুলেটিন | ঢাকা, ২ জুলাই ২০২৫:

প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দিবসটি উপলক্ষে এদিন সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০২৪ তারিখের পরিপত্র অনুযায়ী ‘ক শ্রেণিভুক্ত দিবস’-এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইতিহাসের প্রেক্ষাপট

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। ওই দিনটিকে বর্তমান সরকার ঐতিহাসিক গণজাগরণের প্রতীক হিসেবে চিহ্নিত করে বিশেষ মর্যাদা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি সূত্র বলছে, এই দিবসটি ভবিষ্যতে গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রতি জনগণের দৃঢ় অবস্থান স্মরণ করার দিন হিসেবে পালন করা হবে।

জাতীয়ভাবে পালিত হবে

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদ্‌যাপনে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version