শুক্রবার, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ, ৭ জুলাই ২০২৫:

৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী ও বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধানের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে জুলাই পদযাত্রার সমাপনী সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ দাবি জানান।

তিনি বলেন, “সেই আওয়ামী লীগের সংবিধান গত ৫০ বছরেও বাংলাদেশের মানুষকে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়তে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রকে বিভাজিত করেছে। আমাদের দরকার এমন একটি নতুন সংবিধান, যেখানে থাকবে মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান ও ব্রিটিশবিরোধী আন্দোলনের চেতনা।”

গণঅভ্যুত্থান ও শহীদের প্রতি শ্রদ্ধা
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, “আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়ে মাঠে নেমেছিলাম। সেই আন্দোলনে সিরাজগঞ্জের ১৩ জন শহীদ হয়েছেন। আজ সিরাজগঞ্জ আবার নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে।”

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা পুরোনো সিস্টেমে ফিরে যেতে চাই না। চাই এমন সংস্কার, যেখানে আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। বিচার ও সংস্কার—দু’টোই জরুরি।”

নাহিদ সরকারের উদ্দেশে বলেন, “আপনারা যদি অতি সত্বর আমাদের সঙ্গে আলোচনা না করেন, তাহলে বুঝব, আপনারা দেশের বাস্তবতা বোঝেন না। আমরা আর এসি কক্ষে বসে নেতৃত্ব মানি না—আমরা রাস্তায় নেতৃত্ব খুঁজি।”

‘ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনতে চায় যারা, তারা ভুল করছে’
তিনি হুঁশিয়ার করে বলেন, “ফ্যাসিবাদের সময় যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল, সেই সংস্কৃতি আজ ফের আনা হচ্ছে। কিন্তু যারা মৃত্যু দেখেছে, যারা বুক চিতিয়ে মাঠে নেমেছে, তারা ভয় পায় না। তাই যে কোনো বাধা, হুমকি, ষড়যন্ত্র জনগণ মানবে না।”

‘জাতীয় নাগরিক পার্টিকে যাচাই করুন, অন্ধ সমর্থন নয়’
নাহিদ বলেন, “আমরা জনগণের কাছে অন্ধ সমর্থন চাই না। আমরা চাই, আপনারা যাচাই করে দেখুন—কারা আপনাদের পক্ষে কথা বলেছে, কারা মাঠে ছিল, কারা হাসিনার অপশাসনের বিরুদ্ধে লড়েছে, আর কারা এখন নতুন বাংলাদেশ গড়তে চায়।”

সমাবেশে অন্য নেতাদের বক্তব্য
সমাবেশে আরও বক্তব্য দেন—দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ও সাঈদ মুস্তাফিজ।

নেতারা বলেন, “সিরাজগঞ্জ প্রতিরোধের ঘাঁটি। এখান থেকেই আগামী বাংলাদেশ পুনর্গঠনের ডাক দেওয়া হচ্ছে। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি স্বপ্নের সিরাজগঞ্জ গড়তে হবে।”

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version