রবিবার, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবেদন: প্রবাস বুলেটিন ডেস্ক
২১ জুলাই ২০২৫, সোমবার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। নিহতরা হলেন—রমজান কাজী, ইমন তালুকদার এবং সোহেল রানা।

সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে নিহতদের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করেন। আবেদন আমলে নিয়ে আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান। তিনি বলেন, “তদন্তকারীরা আদালতের কাছে মরদেহ উত্তোলনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন। নির্দেশ অনুযায়ী প্রথমে গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজান কাজীর মরদেহ উত্তোলন করা হবে।”

এর আগে ১৭ জুলাই এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ওই তিনজন নিহত হন বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে।

নিহতের পরিবারগুলো শুরু থেকেই বিচার দাবি করে আসছিল। মামলার তদন্তের স্বার্থে আজ আদালতের এই সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানালেও পুলিশ ও প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version