বুধবার, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবেদন: প্রবাস বুলেটিন ডেস্ক
২০ জুলাই ২০২৫, রোববার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ শেষে রমনা পার্ক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন দলটির নেতাকর্মীরা। রোববার (২০ জুলাই) সকালে শাহবাগ পূর্ব থানা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অভিযানটি নেতৃত্ব দেন পল্টন, মতিঝিল, শাহবাগ ও রমনা (ঢাকা-৮) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন।

নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে উদ্যোগ

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় মহাসমাবেশে সারাদেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশস্থলের নিকটবর্তী রমনা পার্কে অনেকেই নামাজ, খাবার এবং বিশ্রামের জন্য অবস্থান করায় কিছু স্থানে আবর্জনার সৃষ্টি হয়। পরবর্তীতে সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে পার্কটি পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয় দলটি।

পরিচ্ছন্নতা কার্যক্রমটি শুরু হয় শাহবাগ, মৎস্য ভবন ও বেইলী রোড গেট এলাকা থেকে এবং তা ছড়িয়ে পড়ে পার্কের বিভিন্ন অংশে। দলীয় স্বেচ্ছাসেবীরা হাতে হাতে ঝাড়ু ও বর্জ্য সংগ্রহের ব্যাগ নিয়ে অভিযান চালান।

পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ: ড. হেলাল উদ্দিন

ড. মো. হেলাল উদ্দিন বলেন, “আমরা বিশ্বাস করি পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাগম হয়েছিল। এর একটি অংশ রমনা পার্কেও অবস্থান নেয়। ঢাকাবাসীর প্রাণের এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের। সেই জায়গা থেকেই এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “জামায়াত ইসলামী শুধু রাজনৈতিক দল নয়, এটি মানুষের কল্যাণে কাজ করা একটি সংগঠন। আমরা সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন সময় এমন উদ্যোগ নিয়ে থাকি।”

উপস্থিত ছিলেন আরও অনেকে

পরিচ্ছন্নতা অভিযানে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, শাহবাগ পূর্ব থানা আমির ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আহসান হাবীবসহ ৩০ থেকে ৪০ জন স্বেচ্ছাসেবী।

পটভূমি: ঐতিহাসিক সমাবেশ

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ আয়োজন করে জামায়াতে ইসলামী। সমাবেশে দলটি সাত দফা দাবি তুলে ধরে, যার মধ্যে রয়েছে—

  • অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি

  • সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়ন

  • প্রবাসী ভোটারদের অধিকার নিশ্চিতকরণ ইত্যাদি।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version