রবিবার, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবেদন: প্রবাস বুলেটিন ডেস্ক
২১ জুলাই ২০২৫, সোমবার

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি সাফ জানিয়ে দেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের একীভূত করা হচ্ছে না।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য

ফারুক-ই-আজম বলেন, “মুক্তিযোদ্ধারা মহান। তাদের অবদান জাতি চিরকাল স্মরণ করবে। তবে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে বাস্তবতা অনুযায়ী পৃথক শ্রেণিকরণ করা হচ্ছে।”

তিনি জানান, স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৫ জানুয়ারি ৮৩৪ জন এবং ৩০ জুন আরও ১০ জনসহ মোট ৮৪৪ জন শহিদের তালিকা ইতোমধ্যেই গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

তিন শ্রেণিতে বিভক্ত জুলাই যোদ্ধারা

আহতের ধরন অনুসারে জুলাই যোদ্ধাদের তিনটি শ্রেণিতে বিভক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।

  • ২৭ ফেব্রুয়ারি:
      - ‘ক’ শ্রেণি: ৪৯৩ জন
      - ‘খ’ শ্রেণি: ৯০৮ জন

  • ৪ ও ৫ মার্চ:
      - ‘গ’ শ্রেণি: ১,৬৪২ জন

সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগ থেকে নতুন করে ১,৭৬৯ জনের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন—

  • ‘ক’ শ্রেণির: ১১৪ জন

  • ‘খ’ শ্রেণির: ২১৩ জন

  • ‘গ’ শ্রেণির: ১,৪৪২ জন

এই তালিকাটি যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানান উপদেষ্টা ফারুক-ই-আজম।

পটভূমি: জুলাই যোদ্ধা নিয়ে বিতর্ক

গত কয়েক মাস ধরে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে একটি বিশেষ গোষ্ঠীকে সরকারি স্বীকৃতি, সুযোগ-সুবিধা ও চাকরিতে কোটা দেওয়ার বিষয়ে নানা আলোচনা ও বিতর্ক চলছে। অনেকেই এই পদবির অপব্যবহার এবং মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার বলা হয়েছে—মুক্তিযোদ্ধার মর্যাদা ও স্বীকৃতি অক্ষুণ্ণ রাখা হবে এবং কোনোভাবেই বিকৃত ইতিহাস অনুমোদন পাবে না।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version