সোমবার, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা, ২৪ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার):

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে পে-কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান-কে চেয়ারম্যান করে গঠিত এই পে-কমিশনকে ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুরোনো কাঠামোতে চলছে ১৫ লাখ কর্মচারী

বর্তমানে দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ২০১৫ সালের ঘোষিত পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। সেই সময় গৃহীত বেতন কাঠামোতে রয়েছে ২০টি গ্রেড। তবে সাম্প্রতিক সময়ে উচ্চ মূল্যস্ফীতি ও ব্যয়বৃদ্ধির প্রেক্ষাপটে এ কাঠামোকে অনেকেই অপ্রতুল বলে মনে করছেন।

বর্তমান কাঠামো অনুযায়ী:

  • বিসিএস উত্তীর্ণ একজন প্রথম শ্রেণির কর্মকর্তার মূল বেতন: ২২,০০০ টাকা

  • একজন সচিবের মূল বেতন: ৭৮,০০০ টাকা

  • জ্যেষ্ঠ সচিব: ৮২,০০০ টাকা

  • মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব: ৮৬,০০০ টাকা

মূল বেতনের পাশাপাশি সরকারি চাকরিজীবীরা বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা, বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ হারে একটি অতিরিক্ত ভাতা পান।

মহার্ঘ ভাতা নয়, দেওয়া হয়েছে বিশেষ সুবিধা

গত বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জোর দাবি ওঠে। অনেকে ধারণা করেছিলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সেই ঘোষণা আসবে। তবে শেষ পর্যন্ত বাজেটে মহার্ঘ ভাতার বদলে বিশেষ কিছু সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮৪ হাজার ৮৪ কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ১ হাজার ৭০৭ কোটি টাকা বেশি

বিশ্লেষণ ও প্রত্যাশা

বিশ্লেষকদের মতে, নতুন পে-কমিশন গঠন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হলেও বাস্তবায়নের গতি ও পরিধি গুরুত্বপূর্ণ হবে। পে-কমিশনের সুপারিশগুলো কবে নাগাদ কার্যকর হবে, তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্ত ও বাজেট সামর্থ্যের ওপর।

সরকারি কর্মচারী ইউনিয়নগুলো ইতোমধ্যেই নতুন বেতন কাঠামোয় মূল বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতাগুলোর পুনর্বিন্যাসঅবসানকালীন সুবিধা পুনঃমূল্যায়নের দাবি জানিয়েছে।


তথ্যসূত্র: প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, অর্থ মন্ত্রণালয়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version