রবিবার, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

স্টাফ রিপোর্টার | প্রবাস বুলেটিন | জামালপুর | ২৮ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে সুনির্দিষ্ট ঐকমত্য না হলে আসন্ন ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর নিয়ে তাঁদের দল সন্দিহান। সোমবার সকালে জামালপুর সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “উচ্চকক্ষই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরিষ্কারভাবে বলেছি, উচ্চকক্ষটি ভোটার অনুপাতে হতে হবে, অর্থাৎ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) অনুসারে গঠিত হতে হবে। এটি ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির প্রধান মাধ্যম হবে। এখনো এই বিষয়ে জাতীয় ঐকমত্য হয়নি। ফলে, ঐকমত্য না হলে জুলাই সনদে স্বাক্ষরের প্রশ্নে আমরা নিশ্চিত নই।”

তিনি আরও বলেন, “তবে আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য জুলাই সনদ চূড়ান্ত হোক। ঐকমত্য না হলে তাতে স্বাক্ষর অর্থহীন হয়ে পড়বে।”

নিরপেক্ষতার প্রশ্নে উদ্বেগ

নির্বাচনপূর্ব পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “পুলিশসহ প্রশাসনের একটি অংশ এখনো নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদের পর নির্বাচনের রূপরেখা তৈরি হবে, আর তার আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতেই হবে।”

জামালপুরে এনসিপির পদযাত্রা

আজ দুপুরে জামালপুরে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচি পালিত হবে। শহরের তমালতলা থেকে পদযাত্রা শুরু হয়ে ফৌজদারি এলাকার পথসভাস্থলে গিয়ে শেষ হবে। পরে নেতারা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেবেন।

গতকাল রোববার শেরপুরে পদযাত্রা শেষে এনসিপি নেতারা সন্ধ্যায় জামালপুরে পৌঁছান। রাতে তাঁরা চামড়াগুদাম এলাকার আল জামিয়াতুল হাবিবিয়া কওমি মাদ্রাসা, হজরত শাহ জামাল (র.)–এর মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শন করেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ

পথসভায় সভাপতিত্ব করবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। আরও বক্তব্য রাখবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, নাহিদা সরওয়ার, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আবদুল হান্নান, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান ও মোসাদ্দেকুর রহমান প্রমুখ।


তথ্যসূত্র: এনসিপি কেন্দ্রীয় কার্যালয় সংবাদকর্মী

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version