সোমবার, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। বরং তিনি মনে করেন, “জুলাই সনদ এর আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে (গণ পরিষদ) অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কেনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।”

রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত “২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনের সময়সূচি নিয়ে অবস্থান

নাহিদ ইসলাম বলেন,

  • “আমরা প্রথম থেকেই নির্বাচনের দিনক্ষণ নিয়ে পক্ষ-বিপক্ষ করিনি।”

  • “আমরা শুধু বলেছি সংস্কারের এবং বিচারের নিশ্চয়তা দিতে।”

  • “এরপর যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, সেটাতেও আমাদের আপত্তি নাই।”

আসন ভাগাভাগি প্রসঙ্গে মন্তব্য

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি বা নির্বাচন পেছানোর গুঞ্জন নিয়ে তিনি বলেন, “এই ধরণের কথাগুলো কেবলই গালগল্প। এগুলো মিথ্যা প্রোপাগান্ডা, এসব নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।”
তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনে অংশগ্রহণ বা সফলতার চেয়ে সংস্কারই তাদের কাছে বড় বিষয়।

প্রধান এজেন্ডা ‘সংস্কার’

নাহিদ ইসলাম আরও বলেন,
“সংস্কারটাই প্রধান এজেন্ডা। গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা এসেছে—এই লক্ষ্যেই আমরা কাজ করছি। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।”

অনুষ্ঠানে উপস্থিতি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।


👉 প্রবাসী রাজনীতি ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আরও খবর জানতে আমাদের সঙ্গে থাকুন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version