আলোচনা সভা, শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ সেপ্টেম্বর)। দিনটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন তাঁর সহধর্মিণী খালেদা জিয়া। বর্তমানে তিনি অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নন।
২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তিনি যুক্তরাজ্যে অবস্থান করে দল পরিচালনা করছেন। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি।
নেতাদের বাণী
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেন—
“দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন জনগণের নির্বাচিত জবাবদিহিমূলক সরকার।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর পৃথক বাণীতে বলেন—
“অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন সুদৃঢ় করতে পারলেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। দুঃশাসনের কাঠামো উপড়ে ফেলে একটি মানবিক সাম্যের সমাজ প্রতিষ্ঠা করাই জাতীয়তাবাদী শক্তির লক্ষ্য।”
কর্মসূচি
-
আজ সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন
-
সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন
-
জেলা ও মহানগরে আলোচনা সভা ও র্যালি
-
আগামীকাল (২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি
-
৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র্যালি
-
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার বিতরণ ও গোলটেবিল বৈঠক আয়োজন