মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ:
১৫ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের সুযোগ নেই। যারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারাই এই ইস্যুতে টালবাহানা করছে এবং নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ষড়যন্ত্র করছে।


🔹 জুলাই সনদ নিয়ে অভিযোগ

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে খুলনার ডুমুরিয়ার চুকনগর বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় তিনি বলেন,

“যারা ভোট চুরি করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়, তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়। তাদের লক্ষ্য হচ্ছে, লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটে ‘না’ প্রস্তাবে সিল মারা। তারা চায় না, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক।”

পথসভায় বক্তব্যের আগে মিয়া গোলাম পরওয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল চুকনগর বাজার থেকে শুরু হয়ে ব্রিজ রোড, যতিন–কাশেম রোড, পোস্ট অফিস রোড, ইউনিয়ন পরিষদ রোড ও খুলনা–যশোর–সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


🔹 পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যের আহ্বান

গোলাম পরওয়ার বলেন,

“পিআর পদ্ধতি নিয়ে যেসব রাজনৈতিক দল কঠোর অবস্থানে রয়েছে, তাদের নমনীয় হয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। জাতীয় সংসদে যে বিষয়ে আলোচনা করা যায়, নির্বাচনের আগেই সে বিষয়ে ঐকমত্য সম্ভব।”

তিনি আরও বলেন, নির্বাচনের আগে আলোচনা ও গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি বাস্তবায়নে ঐকমত্যে আসতে হবে।


🔹 মনোনয়ন বাণিজ্য ও পেশিশক্তি কমবে

জামায়াতের এই নেতা বলেন,

“বাংলাদেশে অতীতে অনেক জটিল রাজনৈতিক ইস্যু আলোচনার মাধ্যমে মীমাংসা হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন–বাণিজ্য থাকবে না, ভোটকেন্দ্র দখল ও পেশিশক্তির ব্যবহারও কমে আসবে।”

তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদ বাস্তবায়ন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হবে।


🔹 জামায়াতের সংস্কার ও জাতীয় ঐক্য

জাতীয় ঐক্যের স্বার্থে জামায়াত ইতিমধ্যে সংস্কারে ছাড় দিয়েছে দাবি করে গোলাম পরওয়ার বলেন,

“জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বপ্নপূরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে নিজেদের পায়ে কুড়াল মারার শামিল হবে।”

তিনি জনগণকে আবার “ফ্যাসিবাদী শাসনব্যবস্থার দিকে ঠেলে না দেওয়ার” আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারকে জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।


🔹 উপস্থিত নেতৃবৃন্দ

পথসভায় আরও বক্তব্য দেন—

  • জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান,

  • সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস,

  • জেলা কর্মপরিষদের সদস্য আবু ইউসুফ মোল্লা,

  • উপজেলা আমির মোক্তার হোসেন,

  • নায়েবে আমির হাবিবুর রহমানগাজী সাইফুল্লাহ,

  • ভারপ্রাপ্ত সেক্রেটারি আবদুর রশিদ,

  • সহকারী সেক্রেটারি ফরহাদ আল মাহমুদ,

  • ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, সাধারণ সম্পাদক দেবপ্রসাদ মণ্ডল,

  • ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের প্রমুখ।


সমাপনী মন্তব্য:
খুলনার চুকনগরে জামায়াতের এই পথসভা এবং মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যে দলটির অবস্থান স্পষ্ট হয়েছে—তারা জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিশ্চিত করতে চায়, তবে নির্বাচনী প্রক্রিয়ায় আলোচনার মধ্য দিয়ে ঐকমত্য ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version