প্রবাস বুলেটিন রিপোর্ট
মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিমসটেকের মানব পাচারবিষয়ক সাব-গ্রুপের তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মানব পাচার প্রতিরোধে শক্তিশালী আইনি কাঠামো গড়ে তোলা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো সচেতন ও সক্রিয় রয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং জনসচেতনতা তৈরির জন্য প্রচারণাও জোরদার করা হয়েছে।”
সভায় আরও জানানো হয়, ভুক্তভোগীদের সহায়তায় একটি জাতীয় রেফারেল ব্যবস্থা চালু হয়েছে এবং মানব পাচারকারীদের বিচার দ্রুত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
উপদেষ্টা বলেন, “পাচারকারীরা ক্রমাগত নতুন কৌশল অবলম্বন করছে। তাদের মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত ও কৌশলগত উদ্যোগ। বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এর জন্য কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।”
সভায় বিমসটেকের সাতটি সদস্য রাষ্ট্র—বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান—এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।