মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্টাফ রিপোর্টার | প্রবাস বুলেটিন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড-এর শ্রমিকরা মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বিক্ষোভে অংশ নেন। সকাল ৯টার দিকে শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নিয়ে এক ঘণ্টা ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, বহু মাস ধরে বেতন ও অন্যান্য পাওনা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। মালিকপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও এখনো তা পরিশোধ করা হয়নি।
ডার্ড কম্পোজিট কারখানাটি প্রায় এক বছর আগে বন্ধ হয়ে যায়, তবে শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও সার্ভিস বেনিফিটসহ বকেয়া বেতন এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ।

অসহায় শ্রমিকদের হাহাকার

কারখানার মেকানিক্যাল ডেপুটি ম্যানেজার সবিমল ঘোষ বলেন, “পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন খাবার জোগাড় করাও কষ্টকর। আমি ২০১১ সাল থেকে কাজ করছি, এখনো পাঁচ মাসের বেতনসহ প্রভিডেন্ট ফান্ড ও সার্ভিস বেনিফিট পাইনি।”

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, “কারখানাটি বন্ধ হওয়ার পর থেকেই শ্রমিকদের সব পাওনা আটকে রেখেছে মালিকপক্ষ। বিশেষ করে নারী শ্রমিকরা প্রসূতিকালীন ভাতা থেকেও বঞ্চিত হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।”

ভবিষ্যৎ কর্মসূচির ইঙ্গিত

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ জানান, “শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, মহাসড়ক অবরোধ না করে ঢাকায় শ্রম ভবনের সামনে গিয়ে কর্মসূচি পালন করবেন। বিক্ষোভ চললেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।”

কর্তৃপক্ষের নীরবতা

বকেয়া পরিশোধ নিয়ে ডার্ড গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

এক বছরের বেশি সময় ধরে বন্ধ কারখানার শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে মালিকপক্ষের নির্লিপ্ততা শ্রম আইন ও মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। শ্রমিকদের পরিবার এখন অর্থনৈতিক অনিশ্চয়তা ও মানসিক দুরবস্থার মধ্যে দিন পার করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version