বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা:

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা শহীদ আবু সাঈদ-এর স্মরণে দোয়া মাহফিল ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন। দেশের দ্বিতীয় স্বাধীনতার প্রতীক হিসেবে আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণ করে কর্মকর্তারা বলেন, “তিনি শিখিয়ে গেছেন—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় দুই হাত প্রসারিত করে, বুক চিতিয়ে।”

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

‘দ্বিতীয় স্বাধীনতার প্রতীক আবু সাঈদ’

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন বলেন, “গত বছরের এই দিনে শহীদ আবু সাঈদ জীবন দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি আমাদের দেখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আমরা তাঁর আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”

তিনি আরও বলেন, “আমরা চাই ভবিষ্যতে কেউ যেন অন্যায়ের সামনে নত না হয়—আবু সাঈদের মতো প্রতিবাদী হয়ে ওঠে।”

“এ দেশের মালিক জনগণ”—বায়েজিদ সরকার

ব্যাংকের আরেক পরিচালক বায়েজিদ সরকার বলেন, “শহীদ আবু সাঈদ একটি উদাহরণ তৈরি করে গেছেন। দেশের মালিক জনগণ, কিন্তু গত ১৬ বছর ক্ষমতা দখল করে রাখা একটি রাজনৈতিক দল এই মালিকানা হরণ করেছিল। তারা দেশের আইন-শৃঙ্খলা, বিচারব্যবস্থা এবং অর্থনীতি ধ্বংস করেছে। এখন আমরা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছি।”

তিনি সরকারের অর্থনৈতিক পুনর্গঠনের উদ্যোগকে ‘আশাব্যঞ্জক’ উল্লেখ করে বলেন, “আমরা আশাবাদী, বাংলাদেশ আবার শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়াবে।”

“শহীদের চোখে দেখা”—নজরুল ইসলাম

অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশে বহু আন্দোলন হয়েছে, কিন্তু আমরা কখনো শহীদদের চোখে দেখিনি। গত বছর আমরা নিজেরাই আন্দোলনে অংশ নিই, শহীদদের সামনে থেকে দেখি। আবু সাঈদের আত্মত্যাগ আমাদের সামনে নতুন স্বাধীনতার দরজা খুলে দিয়েছে।”

তিনি আরও বলেন, “ব্যাংকিং সেক্টরও রাজনৈতিক দখলের শিকার হয়েছিল। নতুন সরকার এসে অর্থনীতিকে রক্তক্ষরণ থেকে মুক্ত করেছে, যদিও এখনও অনেক কাজ বাকি। আমরা প্রস্তুত—ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে আবু সাঈদের মতো নিজেদের বিলিয়ে দিতে।”

শহীদ আবু সাঈদ ও ‘জুলাই শহীদ দিবস’

২০২৪ সালের ১৬ জুলাই, কোটাবিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তাঁর মৃত্যু দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলনের গতি প্রকৃতি রূপান্তরিত হয়।

বর্তমান সরকার এই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে।


বিশ্লেষণ:
বাংলাদেশ ব্যাংকের মতো একটি উচ্চমর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠানে এই ধরনের রাজনৈতিক-সচেতন স্মরণ কর্মসূচি দেশব্যাপী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও নাগরিক দায়িত্ববোধ ও নৈতিক সাহসিকতার প্রতিফলন ঘটিয়েছে।


সূত্র: বাংলাদেশ ব্যাংক, অংশগ্রহণকারী কর্মকর্তাদের বক্তব্য, সরকারি ঘোষণা
ছবি: সংগৃহীত

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version