মঙ্গলবার, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সঙ্গে নির্ধারিত দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২৫ থেকে ২৯ আগস্ট নয়াদিল্লিতে বৈঠকটি হওয়ার কথা থাকলেও ওয়াশিংটন প্রতিনিধি দল পাঠাবে না বলে নিশ্চিত করেছে এনডিটিভি প্রফিটকে উদ্ধৃত করে রয়টার্স

বৈঠক বাতিলে অনিশ্চয়তা

  • আলোচনার নতুন সময়সূচি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

  • ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকর হওয়ার আগে সমাধান বের হওয়ার সম্ভাবনা প্রায় শেষ।

যুক্তরাষ্ট্রের পদক্ষেপ

চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

  • তার অভিযোগ, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধে ভারতের অনীহার কারণেই এ সিদ্ধান্ত।

  • নতুন শুল্ক কার্যকর হলে কিছু পণ্যে করহার বেড়ে ৫০ শতাংশে পৌঁছাবে, যা যুক্তরাষ্ট্রের যেকোনো বাণিজ্য অংশীদারের জন্য অন্যতম সর্বোচ্চ হার।

আলোচনার অচলাবস্থা

গত কয়েক মাসে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে অন্তত পাঁচ দফা আলোচনা ব্যর্থ হয়েছে। মূল ইস্যুগুলো হলো—

  • কৃষি ও দুগ্ধখাত উন্মুক্ত করা

  • রুশ তেল আমদানি বন্ধ করা

তবে কোনো ক্ষেত্রেই দুই দেশ সমঝোতায় পৌঁছাতে পারেনি।

ভারতের প্রতিক্রিয়া

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, কেবল রুশ তেল কেনাকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র অন্যায় আচরণ করছে। অথচ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও এখনো রাশিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানি করছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version