মঙ্গলবার, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

📍 ঢাকা, ১২ এপ্রিল ২০২৫

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী গণজমায়েত। বিকাল ৩টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই উদ্যানে জড়ো হতে শুরু করে হাজার হাজার মানুষ। সকাল ১০টা পেরোতেই সারা দেশ থেকে আগত কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ভরে ওঠে সমাবেশস্থল।

জমায়েত ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে বিক্রি হচ্ছে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যাজ ও টি-শার্ট। পতাকা বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০০ টাকায়, ব্যাজ ১০ থেকে ২০ টাকায়, আর টি-শার্ট ১০০ টাকায়। আগত অনেকেই এগুলো কিনে সংহতি প্রকাশ করছেন ফিলিস্তিনের সঙ্গে।

সমাবেশে অংশ নেওয়া নিরব আহমেদ বলেন, “ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা এবং সংহতি জানাতে আমি বড় একটি ফিলিস্তিনের পতাকা কিনেছি।” অন্যদিকে টি-শার্ট ও ব্যাজ পরিহিত অংশগ্রহণকারী শফিক বলেন, “এই আন্দোলনে অংশ নিয়ে মনে হচ্ছে আমি নিজেই যেন নির্যাতিত ফিলিস্তিনিদের একজন।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির উদ্দেশ্য হলো গাজার নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানো, আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। বিকেল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের আগ পর্যন্ত চলবে এ আয়োজন।

এই আয়োজনে দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করেছেন। তাদের মতে, এই কর্মসূচি শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, বরং একটি নৈতিক দায়িত্বের অংশ—বিশ্ব বিবেককে জাগিয়ে তোলার প্রয়াস।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version