ঢাকা, ৮ জুলাই ২০২৫:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। পরে তিনি নিশ্চিত করেন, ১০ জুলাইই ফলাফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখের বেশি শিক্ষার্থী
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যাদের মধ্যে নিয়মিত ও অনিয়মিত—দুই শ্রেণির শিক্ষার্থীই অন্তর্ভুক্ত ছিল। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ কমেছে।
অনুপস্থিতির হার উদ্বেগজনক, প্রভাব ফেলেছে সামাজিক বাস্তবতা
পরীক্ষার প্রথম দিনেই ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। যদিও পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এটি বড় অংকের নয়, তবে সামাজিক প্রেক্ষাপটে এটি বেশ দৃষ্টিগ্রাহ্য হয়ে উঠেছে।
বিশেষ করে বিয়ের কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পারায় অনুপস্থিতির হার তুলনামূলকভাবে বেশি ছিল মানিকগঞ্জ ও মাদারীপুর জেলায়। সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তারা মনে করছেন, কিশোরীদের বাল্যবিয়ে রোধ এবং শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে।
ফলাফল যেভাবে জানা যাবে
শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে (www.educationboardresults.gov.bd)। এছাড়া মোবাইলের এসএমএস সার্ভিসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের ফলাফল একই দিন বেলা ১০টা থেকে পাওয়া যাবে।